1. [email protected] : admin :
পাঁচবিবিতে আরসিসি ড্রেন ঢালাই কাজের উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম - bikrampurerchokh পাঁচবিবিতে আরসিসি ড্রেন ঢালাই কাজের উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম - bikrampurerchokh
৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:১৬|

পাঁচবিবিতে আরসিসি ড্রেন ঢালাই কাজের উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫,
  • 15 Time View
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
গত ৫ আগস্ট সারাদেশে গণঅভ্যুত্থানের পর থমকে গেছিল পৌরসভার উন্নয়ন কার্যক্রম। অবশেষে আবারো একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বদলে যাচ্ছে পৌরসভার দৃশ্যপট।
পাঁচবিবি পৌরসভাকে আরো আধুনিকায়ন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচবিবি পৌরসভার ৫নং ওয়ার্ডের রাধাবাড়ী ২ নম্বর রেলগেট হতে পাঁচবিবি হিলি সড়কের পৌরভবন পর্যন্ত পাটনীপাড়া সড়কের পাশে ১ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ড্রেনের ৫৫২মিটার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে ।
আজ ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১ টায় রাধাবাড়ী রেলগেট সড়কের পাটুনিপাড়ায় ফিতা কেটে এ কাজের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান ও থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ।
আরো উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জুবাইদুল হক, কার্য সহকারী মোঃ মাহবুব আলম চৌধুরী, সার্ভেয়ার মোঃ শাহাদুল ইসলাম, নকশাকার মোঃ রায়হান কবীর, ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ।
পাঁচবিবি পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান জানান, আজকে পাঁচবিবি পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ নং ওয়ার্ডের পাঁচবিবি-হিলি সড়ক হতে রাধাবাড়ি ২ নং রেলগেট পর্যন্ত দমদমা-পাটনীপাড়া সড়ক সংলগ্ন ৫৫২ মিটার ড্রেনের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হলো।এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ্য টাকা।প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেহেরুন্নেসা এন্টারপ্রাইজ।এই প্রকল্প গুলি সম্পন্ন হলে পাঁচবিবি পৌরসভা নাগরিক সুবিধার আরো একধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025