1. [email protected] : admin :
পূর্ব শত্রুতার জের সিরাজদিখানে যুবককে হত্যার চেষ্টা - bikrampurerchokh পূর্ব শত্রুতার জের সিরাজদিখানে যুবককে হত্যার চেষ্টা - bikrampurerchokh
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৫৪|

পূর্ব শত্রুতার জের সিরাজদিখানে যুবককে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫,
  • 47 Time View
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব  শত্রুতার  জেরে মো.রিয়াদ শেখ (২২)নামে এক যুবককে  কুপিয়ে  হত্যার চেষ্টা করেছে  দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত  তিনটার দিকে  উপজেলার মালখানগর  ইউনিয়নের ফেগুনাসা গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াদ ফেগুনাসা গ্রামের মে.সিদ্দিক শেখের পুত্র।আহত রিয়াদ শেখ ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।

রিয়াদ শেখের বাবা সিদ্দিক শেখ  জানায়,আমার জানা মতে আমার ছেলের কোন শত্রু নেই, চারজন মুখোশ পরা লোক  রাত তিনটার দিকে আমার ছেলের উপর  অতর্কিত হামলা  চালায়। এ সময় আমার স্ত্রীর হাতের ইমিটেশনের বালা ও কানের দুল নিয়ে যায় ।

সিরাজদিখান থানার ওসি  শাহেদ আল মামুন  ঘটনার বিষয়টি  নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে ধারনা  করছি পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা   ঘটতে পারে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025