স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে মো.রিয়াদ শেখ (২২)নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামে এ ঘটনা ঘটে।
রিয়াদ ফেগুনাসা গ্রামের মে.সিদ্দিক শেখের পুত্র।আহত রিয়াদ শেখ ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।
রিয়াদ শেখের বাবা সিদ্দিক শেখ জানায়,আমার জানা মতে আমার ছেলের কোন শত্রু নেই, চারজন মুখোশ পরা লোক রাত তিনটার দিকে আমার ছেলের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার স্ত্রীর হাতের ইমিটেশনের বালা ও কানের দুল নিয়ে যায় ।
সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে ধারনা করছি পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।