
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু ভরাট ও জমির শ্রেণী পরিবর্তন করায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ড্রেজার পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টার থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলার মধ্যপাড়া, মালখানগর, বয়রাগাদি ও ইছাপুরা ইউনিয়নের তেলিপাড়া, কাকালদি, নাটেশ্বর, তালতলা বাজার, বটতলা, বাবুরবাড়ি, রাজদিয়া, টেংগুরিয়াপাড়া, চন্দনধূল ও আবিরপাড়া সহ মোট ১০ টি স্পটে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।
এই বিষয়ে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি বলেন,অবৈধভাবে ব্রেজারের মাধ্যমে বালুভরাট ও অনুমোদনহীন জমির শ্রেণি পরিবর্তন করায় উপজেলার বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বিপুল পরিমাণের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে আমাদের উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সিরাজদীখান (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিঃ 









