মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের ৬ মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৩ মে (মঙ্গলবার) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় প্রফেসর কাজী ফয়জুর রহমান স্বাক্ষরিত এ এডহক কমিটি অনুমোদন করা হয়। এতে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. ফারুক উল আলম (বি.কম)। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক প্রতিনিধি অশোক দত্ত এবং অভিভাবক প্রতিনিধি মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতার মাহমুদ। ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর কাজী ফয়জুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত নিয়মিত কমিটি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।
নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ফারুক উল আলম (বি.কম)।বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সবকিছু করা হবে এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।