মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে তারিকুল ইসলাম (১২) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারিকুল ইসলাম শেরপুর জেলা ও শেরপুর উপজেলার গুকরাকান্দি গ্রামের আব্দুস সালামের ছেলে।আব্দুস সালাম দুই সন্তান স্ত্রী নিয়ে অন্যের জমিতে কাজ করার উদ্দেশ্যে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের আলী হোসেনের বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, পশ্চিম শিয়ালদী এলাকায় ডাটা ক্ষেতে কাজ করছিলো তারিকুল। বিকাল দিকে বৃষ্টিপাতের আগে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে বজ্রপাতে তারিকুলের মৃত্যু হয়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জামশেদ ফরিদী জানান,বজ্রপাতের ঘটনায় একজন রোগী হাসপাতালে নিয়ে আসছিল কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।