
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়ার মাহফিল বুধবার দুপুরে বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল-মুসলিম গ্রুপের ব্যবস্থানা পরিচালক ও ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -১ (সিরাজদীখান-শ্রীনগর)আসনের বিএনপির মনোনিত প্রার্থী শেখ মো.আব্দুল্লাহ ।
শেখ মো.আব্দুল্লাহ বলেন, “মানুষ যদি নামাজের দিকে আগ্রহী হয়, আমি বিশ্বাস করি তাহলে মাদক সেবন ও চাঁদাবাজির মতো অপরাধ আপনা আপনিই বন্ধ হয়ে যাবে । নামাজ মানুষকে অন্যায় ও অপরাধ থেকে বিরত রাখে এবং নৈতিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।
বালুচর ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বালুচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা,সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দিন চৌধুরী,হাজী নুর হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন,বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ভুইয়া, সদস্য সচিব শেখ মো.
রাসেল,কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাঈম, প্রমুখ ।
অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিরাজদিখান প্রতিনিধি 








