
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া কুলি বাড়ি এলাকায় একটি গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে। অটোগ্যারেজটির মালিক আক্তার সর্দার জানান, “গতরাতে আমরা কয়েকজন মাওয়া ঘুরতে গিয়েছিলাম। ফেরার পর রাত প্রায় ৩টার দিকে ঘুমাতে যাই। হঠাৎ সকালে সিকিউরিটি ফোন দিয়ে জানায় যে, গ্যারেজ থেকে একটি অটোমিশুক চুরি হয়েছে। দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি সত্যিই গাড়িটি নেই। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমার ধারণা, এ ঘটনার সঙ্গে কোনো পরিচিত ব্যক্তি জড়িত থাকতে পারে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
চুরি হওয়া অটোর মালিক মোহন সর্দার জানান, “সকালে গ্যারেজে এসে দেখি গ্যারেজের দরজা খোলা, আমার ভ্যান গাড়ি আছে কিন্তু মিশুক নেই। পরে সিকিউরিটিকে ডেকে জিজ্ঞাসা করি, এরপর পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। শেষমেশ সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছি।”
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “অটোরিকশা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিরাজদিখান প্রতিনিধি 









