হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান তোতাকে গ্রেফতার করেছে র্যাব
Reporter Name
-
Update Time :
বুধবার, অক্টোবর ৩০, ২০২৪,
-
13 Time View
মাসুদুর রহমান : শেরপুরে শহরে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় ০৭ নং মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নুরুল ইসলাম তোতা (৬০) কে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে সাতটায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানার তিনানী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবত্ত পাড়া এলাকার মরহুম গণি সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে রাত ১০ টায় র্যাবের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: আব্দুল হাই চৌধুরী জানান, গত ০৪ আগস্ট সন্ধ্যা ৭ টায় শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করলে মোঃ মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে ১২ আগস্ট তার মা মোছাঃ মাফুজা খাতুন বাদী হয়ে ১৮৬০ পেনাল কোডের ১৪৩/৩০২/৩৪ ধারায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর থেকেই জামালপুর র্যাব ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। তিনি আরো জানান, মামলার এজাহার ভুক্ত আসামী মো: নুরুল ইসলাম তোতার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে । মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে।
Post Views: ২৩৩
Please Share This Post in Your Social Media
More News Of This Category