1. [email protected] : admin :
রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রস্তাবনা করলেন জামালপুরের মাহমুদুল হাসান - bikrampurerchokh রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রস্তাবনা করলেন জামালপুরের মাহমুদুল হাসান - bikrampurerchokh
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:২০|

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রস্তাবনা করলেন জামালপুরের মাহমুদুল হাসান

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৩০, ২০২৪,
  • 14 Time View

 

ঢাকা শহরের যানজট সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন মাহমুদুল হাসান। ছোটবেলা থেকেই মাইক্রো কন্ট্রোলিং ও প্রোগ্রামিংয়ে আগ্রহী মাহমুদুল হাসান ।  ২০২০ সাল থেকে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে গবেষণা করছেন একজন ভুক্তভোগী হিসেবে । তিনি মনে করেন, যানজট নিরসনে শুধুমাত্র যানবাহনের বিষয়টি বিবেচনা করা হলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়ে । ঢাকা শহরের যানজট সমস্যার প্রকৃত কারণ উদঘাটন করে তিনি এই পরিস্থিতি সমাধানে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন ।
তার প্রস্তাবিত সমাধানসমূহ :
১. সময়ভিত্তিক জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ:
ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতি ১০০ মিটার অন্তর জেব্রা ক্রসিং স্থাপন এবং সময়ভিত্তিক ট্রাফিক লাইট স্থাপনের পরামর্শ দিয়েছেন মাহমুদুল হাসান। তার মতে, ৩০ সেকেন্ড পথচারীদের জন্য এবং ২ মিনিট যানবাহনের জন্য সময় নির্ধারণ করলে রাস্তা পারাপার সহজ ও নিরাপদ হবে।
২. গণপরিবহন প্রতিযোগিতা রোধে ড্যাশবোর্ড ক্যামেরা ও সিরিয়াল ব্যবস্থা:
গণপরিবহনের মধ্যে প্রতিযোগিতা বন্ধ করতে প্রতিটি বাসে ড্যাশবোর্ড ক্যামেরা স্থাপন এবং ট্রাফিক কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত। এছাড়া, বাসের দরজায় সেন্সর লক লাগানো উচিত, যাতে নির্দিষ্ট বাসস্ট্যান্ড ছাড়া দরজা খোলা না যায়। এর মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যানজট কমবে।
৩. সুশৃংখল পার্কিং ব্যবস্থা:
প্রাইভেট গাড়ির জন্য সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় যানজট আরও বেড়ে যায়। মাহমুদুলের মতে, প্রশস্ত রাস্তাগুলো পার্কিংয়ের জন্য বরাদ্দ করে দিলে এলোমেলো পার্কিংয়ের সমস্যা কমবে। এতে ঢাকার যানজট কিছুটা লাঘব হবে এবং সুশৃংখল পার্কিং ব্যবস্থা গড়ে উঠবে।
৪. টাইমিং সিস্টেম ট্রাফিক সিগন্যাল:
যানজটের আরেকটি কারণ হলো রাস্তার হঠাৎ করে দুই লেন থেকে এক লেনে বা তিন লেন থেকে দুই লেনে পরিণত হওয়া। এসব জায়গায় টাইমিং সিস্টেম ট্রাফিক সিগন্যাল বসানোর পরামর্শ দিয়েছেন তিনি। এতে লেন অনুযায়ী সময় নির্ধারণ করে যানবাহনের সুশৃংখল চলাচল নিশ্চিত করা যাবে।
৫. ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেমের প্রবর্তন:
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের প্রভাব অনুযায়ী সিগন্যালের সময় পরিবর্তন করার মাধ্যমে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম চালু করা সম্ভব। এতে যানজট কমানো এবং ট্রাফিক পুলিশের জন্য কাজ সহজ হবে। পাশাপাশি ক্যামেরার মাধ্যমে সিগন্যাল অমান্যকারীকে সনাক্ত করা যাবে এবং আইনের আওতায় আনা যাবে।
৬. অর্থনৈতিক সম্ভাবনা : 
মাহমুদুল হাসানের মতে, ঢাকা শহরের ঘনবসতির সুবিধা কাজে লাগিয়ে সুশৃংখল ট্রাফিক ব্যবস্থা চালু করা সম্ভব হলে দেশীয় রাজস্ব আয় বাড়বে। তিনি মনে করেন, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য সুশৃংখলভাবে দোকান সাজালে এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক আমদানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে, এটি হবে দেশের জন্য এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। মাহমুদুল হাসান বলেন,  তার এই প্রস্তাবনা বাস্তবায়নে সরকারের সহায়তা কামনা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে যানজট সমস্যার সমাধান করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025