ইমাদুল ইসলাম, যশোর প্রতিনিধি:-যশোর অভয়নগর উপজেলা ৭ নং ওয়ার্ড শুকপাড়া গ্রামবাসী উদ্যোগ এক সাথে মিলেমিশে খান খাওয়ানো উদ্যোগ গিয়েছে গ্রামবাসী। এই ভাবে মিলেমিশে থাকতে চাই শুকপাড়া সাধারণ মানুষ এই খানা খেতে আসেন হিন্দু মুসলিম সকলে এক সাথে মিলেমিশে থাকতে চান গ্রামবাসী।
আগামী বছর ৭ই ফেব্রুয়ারিতে আবার এই অনুষ্ঠানের উদ্যোগ করা হয়েছে। প্রতিবছর এই অনুষ্ঠান পালন করা হবে পাড়া গ্রামবাসীর গিয়ে উদ্যোগ। সাবেক মেম্বার হান্নান শেখ মোঃ মাওলানা আলমগীর হোসাইন এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে ছিলেন। গ্রামবাসীরা বলেছেন প্রত্যেক বছর ৭ইং ফেব্রুয়ারিতে মাসে এই অনুষ্ঠান পালন করা হবে। সকল জনপদের সাধারণ মানুষ এই অনুষ্ঠানে শরিক হতে পারবেন। গ্রামবাসীরা আরো জানান আমাদের উদ্যোগ। এই অনুষ্ঠান দেশের সকল জেলার জনগণদের জানাস সেন অনুষ্ঠানের দাওয়াত রইল।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:[email protected]
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025