মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ রুকন উদ্দিন সভাপতি ও সাধারন সম্পাদক সিবিআই নেতা আকতার হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা শহরের ভাদুঘর আল হেরা কমপ্লেক্সে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার সদ্য সাবেক সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ মোবারক হোসেন আখন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর নেতা জুবায়ের মামুন, জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশনের আগামী দুই বছরের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য মোঃ রুকন উদ্দিনকে সভাপতি এবং সিবিআই নেতা আকতার হোসেনকে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি কে শপথ বাক্য পাঠ করায় কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুস সালাম এবং বাকি ৩৪ সদস্যকে শপথ বাক্য পাঠ করায় নবনির্বাচিত জেলা সভাপতি।
সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমিক ভাইদের সকল প্রকার বৈষম্য দূর করে প্রাপ্য অধিকার নিশ্চিত করনে কাজ করে যাচ্ছে। শ্রমিক কল্যান ফেডারেশন মেহনতি মানুষকে ইসলামি আলোয় আলোকিত করে হালাল ভাবে জীবিকা নির্বাহের শিক্ষায় দিয়ে থাকে। সকল প্রকার অন্যায় জুলুমকে প্রতিহত করে সমাজের শ্রমিকে মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/সোহাইল/খোকন
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:[email protected]
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025