1. [email protected] : admin :
নারী ফুটবল ম্যাচ-গঠিত তদন্ত কমিটির গণশুনানী, প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুসল্লীরা - bikrampurerchokh নারী ফুটবল ম্যাচ-গঠিত তদন্ত কমিটির গণশুনানী, প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুসল্লীরা - bikrampurerchokh
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১২:৩৪|

নারী ফুটবল ম্যাচ-গঠিত তদন্ত কমিটির গণশুনানী, প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুসল্লীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫,
  • 30 Time View
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে খেলা শুরুর আগের দিন বিকেলে বিক্ষুব্ধ মুসল্লীরা খেলার মাঠের বেড়া ভাঙচুর করে। এঘটনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তিন সদস্যের একটি দল আক্কেলপুর উপজেলায় আসেন। আজ শনিবার সকাল এগারোটায় তদন্ত কমিটি উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ঘটনায় গণশুনানিতে অংশ নেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এই গণশুনানীতে প্রীতি নারী ফুটবল আয়োজক কমিটির লোকজন, তিলকপুরের আলেম-ওলামা, উপজেলা বিএনপির নেতা-কর্মী, জেলা-উপজেলা ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে মুসল্লীদের পক্ষে আব্দুস সামাদ ও আবু বক্কর সিদ্দিক ওই ঘটনার জন্য প্রকাশ্য ক্ষমা চেয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ, একই মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মনির হোসেন গণশুনানি করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম, থানার পরিদর্শক (ওসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবী চন্দ তিলকপুরে নারী ফুটবল ম্যাচের আয়োজক কমিটি স্থানীয় টি স্টার ক্লাবের সভাপতি বিএনপি নেতা সামিউল হাসান ইমন, সাধারণ সম্পাদক খাজা মন্ডল, তিলকপুর উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মামুনুর রশিদ, তিলকপুর পুরাতন বাজার জামে মসজিদের খতিব আব্দুস সামাদ, ও বাচ্চা হাজী মাদ্রাসার পরিচালক আবু বক্কর সিদ্দিকের কথা শোনেন।
এসময় তাঁরা দুজন ঘটনার জন্য অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেন। তাঁরা নারী ফটবল ম্যাচ আয়োজনে বাধা দেবেন না বলে জানান। তদন্ত কমিটির প্রধান দেবী চন্দ গণমাধ্যম কর্মীদের বক্তব্য শোনেন।
তদন্ত কমিটির প্রধান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিব দেবী চন্দ বলেন, ২৮ জানুয়ারি যে ঘটনাকে কেন্দ্র করে আমরা এখানে এসেছি। আমরা সেটি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি। সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে। আমরা সরজমিনে এখানে এসেছি। আমরা সবর্স্তরের জনগণের সঙ্গ গণশুনানী করেছি। আমরা গণশুনানীতে সবার কথা শুনেছি। মতবিনিময়ে যেটা বুঝলাম মেয়েরদের খেলাধ‚লাকে বন্ধ করার এরকম আসলে কোন উদ্দেশ্য নেই। এটা চমৎকার সম্প্রীতির এলাকা। যেখানে ছেলে-মেয়ে উভয়ে ট্যালেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত ’অনাকাঙ্খিত’। যাদের মাধ্যমে ঘটেছে তাঁরা এখানে দুঃখ প্রকাশ করেছেন। এটা প্রথমেই হয়তো সুন্দরভাবে সমাধান করা যেত। যাই হউক যেটা যাইনি তাই বলে কখনো সমাধান করা যাবে না তাও না। এটা সমাধানের জন্যই সরকারের পক্ষ থেকে আমরা এসেছি। সবাই খেলাধ‚লার পক্ষে। আমরা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে পুর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করব।
প্রসঙ্গত, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করে স্থানীয় টি-স্টার ক্লাব নামের সংগঠন। ওই মাঠে গত ২৯ জানুয়ারি জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। এলাকায় সেটি মাইকিং করে প্রচার করা হয়। এতে স্থানীয় আলেম সমাজ ও মুসুলি­রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা ২৮ জানুয়ারি আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। সেখানে নারীদের খেলা নিয়ে আপত্তি তুলে কয়েকজন বক্তব্য দেন। এরপর তারা সেখানে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। তাদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়।
এদিকে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি ও মাঠের বেড়া ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট-পাঁচুরমোড়ে জেলার খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী সময় ধরে চলা ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, ক্রীড়া সংগঠক আসিফ শাহরিয়ার, সামশ মতিন, নারী ফুটবলার রিতু আকতারসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, নারীরা খেলতে চায়। তাদের খেলা বন্ধ করা ঠিক না। অবিলম্বে নারী খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত ককরা হোক। সেই সাথে খেলার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সেই সাথে তিলকপুরে বন্ধ ম্যাচ চালুর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025