1. [email protected] : admin :
জামালপুরে জেসিসিআই'র উদ্যােগে সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা - bikrampurerchokh জামালপুরে জেসিসিআই'র উদ্যােগে সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা - bikrampurerchokh
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:২৬|

জামালপুরে জেসিসিআই’র উদ্যােগে সাধারণ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৬, ২০২৪,
  • 23 Time View

মো. আলমগীর:
দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ, আমদানীকারক-রপ্তানিকারক ও সাধারণ ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে শহরের চেম্বার ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ চপলের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায়
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক গ্রেড-১ শেখ রফিকুল ইসলাম বিপিএএ।

প্রধান অতিথি প্রধান নিয়ন্ত্রক গ্রেড-১ শেখ রফিকুল ইসলাম বলেন, ২০১৯ সালের আগে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের সেবা দেওয়া হতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি জয়েন্ট করি তখন হাতে লিখে লিখে বিভিন্ন দপ্তরে সেবা দিতে হতো। ২০১৯ সাল থেকে আমাদের কয়েকটি সেবা অনলাইনের মাধ্যমে সেবা দেওয়ার কার্যক্রম চালু করেছি। এখন থেকে আর কোন মানুষকে অফিসে আসতে হয় না। বাংলাদেশসহ পৃথিবীর যে কোন জায়গায় থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের এখানে। তথ্যপ্রযুক্তি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সেবার মানও এগিয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ হচ্ছে বিনা আয়েশে, বিনা খরচে, সময় নষ্ট না করে, কোন রকম হয়রানি বা লেনদেন না করে দূত সেবাটা যেন আপনি বাড়ি থেকে পেতে পারেন সেইটা হলো আমাদের উদ্দেশ্য এবং সেইটা আমরা করতে পেরেছি। আমরা যে ভাবে সেবাটা দিচ্ছি সেই বিষয়ে আপনাদের কোন দেন ধারণা আছে কি না।
জামালপুরের নকশিকাঁথার বিষয়ে তিনি বলেন, জামালপুরের নকশিকাঁথা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এর সুনাম রয়েছে। বিভিন্ন দেশে জামালপুরের নকশিকাঁথা বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তরের নির্বাহী অফিসার ও অফিস প্রধান রায়হানা তাসমিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) এ কে এম আব্দুল্লাহ বিন-রশিদ,
জেসিসিআই’র সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন খান প্রমুখ।
আমদানিকারক ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, গোলাম মোহাম্মদ পলাশ, আমদানি কারক রণজিৎ বিশ্বাস খোকন, অনন্যা বিউটি পার্লারের স্বত্বাধিকারী শাকিল আশরাফ, জামালপুর হস্তশিল্প এসোসিয়েশনের সদস্য সানজানা আক্তার বক্তব্য রাখেন।
ব্যবসায়ীরা বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে যদি সাধারণ ব্যবসায়ীদের সকল প্রকার সুযোগ সুবিধা না থাকে তা হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আর যদি সাধারণ ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেয়, তা হলে দেশে বেকার সংখ্যা বেড়ে যাবে। তারা কামালপুর বন্দরে নানাবিধ সমস্যা দূত সময়ের মধ্যে একটা সমাধান করতে হবে।
তারা আরও বলেন, ব্যবসায়ীরা শিল্প কারখানা নিরাপত্তা ও ব্যাংকিং ক্ষাতে ডলার সংকট অর্থনৈতিক প্রবাহ চলমান রাখার জন্য এবং বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখার আহবান জানান।
মতবিনিময় সভায় জেসিসিআই’র কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025