স্টপ রিপোর্টারঃ
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস চাপায় ৫জন নিহতের ঘটনায় ঘাতক বাসের হেল্পার ও সুপারভাইজারকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফকারকৃতরা হলে গোল্ডেন লাইন পরিবহন বাসের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও হেলপার সাইফুল ইসলাম শান্ত (২৬)। তার বাড়ি কল্যান বাড়ি ফরিদপুরের মধুখালী এলাকায় আর সাইফুলের বাড়ি রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। তিনি বলেন, ঘটনার পরপরই ঘাতক বাসের সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছিলো। তৎপরতার তাদের ইফতার করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টার দিকে নিমতলা এলাকায় থেমে থাকা একটা অ্যাম্বুলেন্স ও দাড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয় গোল্ডেন পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১জনের, পরে গুরুত্বর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় আরো ৪জন।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:[email protected]
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025