1. [email protected] : admin :
অনেক সমস্যার বিপিএল আয়োজনের কারণ বললেন ক্রীড়া উপদেষ্টা - bikrampurerchokh অনেক সমস্যার বিপিএল আয়োজনের কারণ বললেন ক্রীড়া উপদেষ্টা - bikrampurerchokh
৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৪০|

অনেক সমস্যার বিপিএল আয়োজনের কারণ বললেন ক্রীড়া উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫,
  • 17 Time View
নিউজ ডেক্স:
এবারের বিপিএলে টুর্নামেন্ট শুরুর আগে টিকেট অব্যবস্থাপনা, এরপর ক্রমেই পারিশ্রমিক সমস্যা প্রকট হয়ে ওঠা, সঙ্গে ফিক্সিংসহ অনেক বিতর্ক মিলিয়ে মাঠের চেয়ে বাইরের নানা বিষয় আলোচনার কেন্দ্রে। মাঠের ক্রিকেটে রানের জোয়ার কিংবা গ্যালারিতে দর্শকের ভিড় দেখা গেলেও, সেসব অনেকটাই ম্লান বাইরের সব ঘটনায়।
অগোছালো আয়োজন কিংবা অন্যান্য সমস্যায় বিসিবির পক্ষ থেকে বেশ কয়েকবার বলা হয়েছে, এত বড় টুর্নামেন্ট করার জন্য পর্যাপ্ত সময় তারা পাননি। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন ওঠে, তাড়াহুড়ো করে কেন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন? অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা জানালেন, ধারাবাহিকতা ধরে রাখতেই মূলত অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়েও এবার বিপিএল আয়োজন করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ডিসেম্বর তারুণ্যের উৎসবের ঘোষণা দেওয়া হয়। পরে বিপিএল দিয়ে দেশব্যাপী শুরু হয় এই উৎসব। তারুণ্যের উৎসবের ঘোষণা দেওয়ার দিনই উন্মোচিত হয় বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ ও অফিসিয়াল থিম সং। ‘আবার এলো বিপিএল’ শিরোনামের থিম সংয়ে দুটি লাইন লিখে দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
উদ্বোধনী ম্যাচের আগে টুর্নামেন্টের ভেন্যুর তিন শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ‘মিউজিক ফেস্ট’ আয়োজন করা হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের দিক-নির্দেশনা অনুযায়ী জুলাইয়ের গণ-আন্দোলনের নানান ছাপ রাখা হয় বিপিএলে। যা দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতা বাড়িয়ে তোলে।
কিন্তু উদ্বোধনী ম্যাচের আগের দিনও টিকেট নিয়ে দর্শকদের নির্দিষ্ট তথ্য জানা ছিল না। যে কারণে প্রথম ম্যাচের আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটক ভাঙার ঘটনাও দেখা যায়। পরে খেলা শুরু হয়ে যাওয়ার পর স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলের টিকেট বুথে আগুনও দিয়ে দেয় বিক্ষুদ্ব দর্শকরা।
সেসব সামলে ওঠার পর টুর্নামেন্টের মাঝপথে প্রকাশ্যে আসে পারিশ্রমিক সমস্যা। টাকা না পাওয়ায় এক দিন অনুশীলন করেননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। একই কারণে পরে ম্যাচের দিন মাঠেই আসেনি দলটির বিদেশি ক্রিকেটাররা। এছাড়া চিটাগং কিংসের পারিশ্রমিক নিয়েও আসে বেশ কিছু অভিযোগ।
এর বাইরে কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। সব মিলিয়ে টুর্নামেন্ট শেষের আগে মাঠের বাইরের নানা কিছু এখন আলোচনার তুঙ্গে। এমন অগোছালো আয়োজনের পেছনে সময় কম পাওয়ার কথা সংবাদমাধ্যমে কয়েকবার বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন।
আসরের প্রথম পর্বের শেষ দিন শনিবার ফ্র্যাঞ্চাইজি কর্নধারদের সঙ্গে কথা বলতে মিরপুর আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, সময় কম থাকার পরও কেন বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিলো বিসিবি? সরকারের তারুণ্যের উৎসবের অংশ হওয়ার কারণে কি ছিল বাড়তি কোনো চাপ?
উত্তরে অগোছালো ব্যবস্থাপনার কথা মেনে নিয়ে ধারাবাহিকতা রক্ষার্থে বিপিএল আয়োজনের কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘না (চাপ ছিল না)। আমরা সবকিছুরই ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি। তবে সময় কম থাকা ছাড়াও অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। বিসিবিতেও অনেকগুলো পরিবর্তন এসেছে। নতুন কমিটি এসে এত কম সময়ের মধ্যে বিপিএল আয়োজন করাও কষ্টসাধ্য ব্যাপার।’
এরই মধ্যে বিপিএলের বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখতে বিশেষ একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
আসিফ মাহমুদ জানালেন, ‘পারিশ্রমিক সমস্যাসহ সবকিছুই খতিয়ে দেখবে এই সত্যানুসন্ধান কমিটি। আমার মনে হয়, অনেক ক্ষেত্রে সামঞ্জস্য, সমন্বয় ঠিকঠাক হয়নি। সেক্ষেত্রেও আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি হয়েছে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) থেকে। আমরা সেগুলো খতিয়ে দেখব কোথায় কোথায় ভুল ছিল। সেগুলো শোধরানোর চেষ্টা করব। কারও যদি অবহেলা থাকে সেটিও আমরা দেখব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025